সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে ইরানের তৃতীয় সোনা জয়

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২১ 

news-image
টোকিও অলিম্পিকে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন ইরানের সাজ্জাদ গাঞ্জজাদেহ। ৭৫ কেজি ওজন শ্রেণিতে তিনি এ পদক লাভ করেন। শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তিনি সৌদি আরবের তারেহ হামেদিকে পরাজিত করে সোনা ছিনিয়ে আনেন। এ নিয়ে টোকিও অলিম্পিকে ইরান তিনটি স্বর্ণ, দুইটি রৌপ্য এবং দুইটি ব্রোঞ্জ পদক জয় করল।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাজ্জাদ গাঞ্জজাদেহ সেমিফাইনালে তুরস্কের উগুর আকতাসের সাথে ২-২ পয়েন্টে ড্র করে ফাইনালে ওঠেন। এর আগে প্রাথমিক রাউন্ডে তিনি কানাডার ড্যানিয়েল গাজিনস্কি, আমেরিকার ব্রায়ান এয়ার এবং ক্রোয়েশিয়ার ইভান কোভিকে পরাজিত করেন।
এই ইভেন্টে তারেহ হামেদি রৌপ্য এবং জাপানের আরাগা রিওতারো ও তুরস্কের আকতাস যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন।

এবারের টোকিও অলিম্পিকের ১৭টি স্পোর্টসে ৬৬জন অ্যাথলেটকে পাঠায় ইরান। পদক তালিকায়  দেশটির অবস্থান ২৭তম ।  পার্সটুডে, মেহর নিউজ।