টরোন্টো উৎসবে যাচ্ছে ইরানের ‘জালাভা’
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২১
টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে প্রশংসিত ইরানি চলচ্চিত্র ‘জালাভা’। কানাডার টরোন্টো শহরে ৮ থেকে ১৮ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে।
নির্মাতা আরসালান আমিরি পরিচালিত চলচ্চিত্রটি টরোন্টো উৎসবের মিডনাইট ম্যাডনেস প্রোগ্রামে দেখানো হবে। অ্যাকশন, ভৌতিক, অভিঘাত এবং কাল্পনিক সিনেমার মধ্যরাতের প্রদর্শনের জন্য এই প্রোগ্রামটি নির্ধারিত।
চলচ্চিত্রটি ১৯৭৮ সালের একটি ঘটনা নিয়ে নির্মিত। ‘জালাভা’ মূলত একটি ছোট্ট গ্রামের নাম। গ্রামটির বাসিন্দাদের দাবি, তাদের মধ্যে একটি দৈত্য রয়েছে। এক তরুণ সার্জেন্ট এই বিষয়টি তদন্ত করেন। ওই দৈত্যকে গ্রাম থেকে বের করতে তিনি এক ভূতের রাজার সঙ্গে পথ অতিক্রম করে চলেন। এনিয়েই এগিয়ে গিয়েছে ছবির কাহিনি।
তেহরানে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৩৯তম ফজর চলচ্চিত্র উৎসবে ‘জালাভা’ সেরা পরিচালনা অভিষেক অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: তেহরান টাইমস।