জেনেভায় মানবাধিকার চলচ্চিত্র উৎসবে ইরানি ছবি
পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২০
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ফোরামে দেখানো হবে ইরানি চলচ্চিত্র ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’, ‘সানলেস শ্যাডোজ’ ও ‘কোপ৫৩’।
মাসুদ বাখশি পরিচালিত ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’ চলচ্চিত্র মরিয়ম নামে এক তরুণীর কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। স্বামী নাসেরকে খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানি আইনে ভুক্তভোগীর পরিবার তাকে ক্ষমা করতে পারে এবং তার জীবন ফিরিয়ে দিতে পারে। মরিয়মের পরিণতি ঠিক করার সিদ্ধান্ত নিতে হয় নাসেরের মেয়ে মনাকে। ইরানের সবচেয়ে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো’র পরিচিত মুখ মনা।
সানলেস শ্যাডোজ’ প্রামাণ্যচিত্রের পরিচালক মেহরদাদ ওসকুই। ছবিতে তিনি একদল কিশোরীর সাথে স্মরণীয় সম্পর্ক গড়ে তোলেন। মেয়েগুলো তাদের বাবাকে হত্যার দায়ে সাজা ভোগ করে।
অন্যদিকে তাকি আমিরানির ‘কোপ ৫৩’ তে ১৯৫৩ সালে মোহাম্মাদ মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে মার্কিন মদদপুষ্ট অভ্যুথান সম্পর্কে দশকব্যাপী তদন্ত প্রতিবেদন তুলে ধরা হয়েছে।
জেনেভায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৫ মার্চ। সূত্র: তেহরান টাইমস।