মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জেনারেল সোলাইমানির জীবনী নিয়ে পথনাটক

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২০ 

news-image

মার্কিন বিমান হামলায় নিহত লে. জেনারেল কাশেম সোলাইমানির সামরিক জীবন নিয়ে পথনাটকের আয়োজন করবে ইরানের জেনারেল অফিস ফর ড্রামাটিকস আর্টস। সোমবার পথনাটকটি প্রযোজনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

‘দ্যা সোল্ডার’ নামের মঞ্চ নাটকটি লিখছেন আমির হোসেইন শাফিয়েই। ৩৮তম ফজর আন্তর্জাতিক থিয়েটার উৎসব চলাকালীন সোলাইমানির জীবনী নিয়ে তিনটি পর্বে এই অভিনয় করা হবে।

প্রথম পর্বের অভিনয়ে ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানি সামরিক বাহিনীতে সোলাইমানির নেতৃত্বকে তুলে ধরা হবে। দ্বিতীয় পর্বে ২০০৬ সালে ইসরাইলের ৩৩-দিনের যুদ্ধে লেবাননের বিজয়ে তার যে ভূমিকা ছিল তা মঞ্চস্থ করা হবে।

নাটকের তৃতীয় বা শেষ পর্বে সিরিয়া ও ইরাকে আইএস সন্ত্রাসীদের পরাজয়ে সোলাইমানির প্রধান যে ভূমিকা ছিল তা তুলে ধরা হবে। সংলাপহীন পথনাটকটিতে অভিনয় করবেন শাহভারদি, মেহদি জাদাকি, মাসুদ কোরদি, সিয়াভাশ মোকাদ্দাসি, আলিরেজা হোসেইনি, মবিন কাবুদভান্দ, আরেফ কাভান্দ, আরাশ ফাল্লাহিফারদ, আলি দেহরিজি ও মেইজান কোরদি।

৫ ফেব্রুয়ারি থেকে তেহরানের সিটি থিয়েটার কমপ্লেক্স চত্বরে পাঁচ দিন মঞ্চ নাটকটি পরিবেশন করা হবে। সূত্র: তেহরান টাইমস।