রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জার্মান চলচ্চিত্র উৎসবে ৫ ইরানি ছবি

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২০ 

news-image

জার্মানির এক্সগ্রাউন্ড চলচ্চিত্র উৎসবে দেখানো হবে পাঁচ ইরানি ছবি। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উৎসবের এবারের ৩৩তম আসরে ছবিগুলো অংশ নেবে।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ইরানের আমির গোলামির ‘দ্যা ওয়ার্ল্ডস লাস্ট হাউজ’, আজাদেহ মৌসাভি পরিচালিত ও প্রযোজিত ‘মিটিং’, দাভুদ রাংখানেহের ‘নাইট ক্লাব ২০১৮’, দাভুদ রেজায়েই এর ‘ফিবুলা’ এবং পারিসা সেদায়েই আজার ও রামিন ফারজানেহ পরিচালিত ও প্রযোজিত ছবি ‘দ্যা এল্ডার্স’। সূত্র: মেহর নিউজ এজেন্সি।