মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জার্মান উৎসবে লড়বে ‘আডাম অ্যান্ড ইভ’

পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০২৪ 

news-image
জার্মান ইন্টারন্যাশনাল এথনোগ্রাফিক ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ইরানের ডকুমেন্টারি ফিল্ম ‘আডাম অ্যান্ড ইভ’। রেজা দানেশপাজৌ প্রযোজিত ও পরিচালিত ইরানি ডকুমেন্টারি চলচ্চিত্র ‘আদম অ্যান্ড ইভ’ জার্মান আন্তর্জাতিক নৃতাত্ত্বিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।
চলচ্চিত্রটি এর আগে আমেরিকান এবং ইউরোপের মর্যাদাপূর্ণ বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে।
জার্মান ইন্টারন্যাশনাল এথনোগ্রাফিক ফিল্ম ফেস্টিভাল ৮ থেকে ১২ মে জার্মানির গটিংজেনের পাউলিনকির্চে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ