জার্মানির স্লিঙজেল উৎসবে লড়বে ইরানের ‘ক্যাপ্টেন’
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৩
মোহাম্মদ হামজেই পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘ক্যাপ্টেন’ জার্মানিতে স্লিঙজেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। চলচ্চিত্রটি জার্মানির আন্তর্জাতিক এই উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হবে৷
শিশু-কিশোরদের নিয়ে মূলত চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। আশা এবং ক্ষমার বিষয়বস্তু নিয়ে ছবিটি তৈরি করেছেন নির্মাতা।
স্লিঙজেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৩-৩০ সেপ্টেম্বর জার্মানির চেমনিটজে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ