বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

চাহিদার ৯৭ ভাগ ওষুধ দেশীয়ভাবে উৎপাদন করে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০২০ 

news-image

ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিশনের মুখপাত্র আবোলফজল আমুয়েই বলেছেন, ইরানের প্রয়োজনীয় ওষুধ সরবরাহে পশ্চিমা দেশগুলোর বাধা সত্বেও আজ দেশে চাহিদার ৯৭ শতাংশ ওষুধ দেশীয়ভাবে উৎপাদন হয়।

ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিশনের এক বৈঠকে উপস্থিত থেকে খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান রেজা শানেহ শাজ যে তথ্য তুলে ধরেন তার উদ্ধৃতি দিয়ে কথা বলেন তিনি। বলেন, বৈঠকে এই কর্মকর্তার দেয়া তথ্যমতে, দেশের চাহিদার ৯৭ শতাংশ ওষুধ দেশীয়ভাবে উৎপাদন হয় এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান ওষুধ উৎপাদন এবং এর গঠন, ওষুধ জ্ঞান ও দেশীয় কাঁচামালের সরবরাহে তাৎপর্যপূর্ণ সক্ষমতা অর্জন করেছে।

খাদ্য ও ওষুধ প্রশাসনের তথ্যমতে, ইরানের চাহিদার মাত্র ৩ শতাংশ ওষুধ আমদানি করা হয়। আমুয়েই বলেন, আমদানিকৃত তিন শতাংশের অর্ধেক ওষুধ বিশ্ব ওষুধ নেটওয়ার্কে সদ্য যুক্ত হয়েছে। একটা সময় শেষে আমরাও এসব ওষুধ দেশীয়ভাবে উৎপাদন করতে পারবো। সূত্র: মেহর নিউজ এজেন্সি।