চল্লিশ দিনের মধ্যে ইরানের করোনা টিকার গণউৎপাদন শুরু
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২০
আগামী ৪০ দিনের মধ্যে ইরানের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের (কোভিড-১৯) গণউৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে দেশটির প্রোডাকশন লাইন থেকে মাসে ১৫ লাখ ডোজ টিকা উৎপাদন সম্ভব হবে। খবর ইরনা’র।
সোমবার ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের তথ্য কেন্দ্রের প্রধান হোজ্জাত নিকি মালেকি এসব তথ্য জানিয়ে বলেন, আগামী ছয় মাস নাগাদ টিকা উৎপাদনের এই সংখ্যা মাসে ১ কোটি ২০ লাখ ডোজ ছাড়াবে। সূত্র: তেহরান টাইমস।