চলতি বছর ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ
পোস্ট হয়েছে: মে ২০, ২০২১
চলতি ফারসি বছরের ২১ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত ইরানের তেলবহির্ভূত মালামাল ও পণ্য সামগ্রী রপ্তানি হয়েছে ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪৬ শতাংশ বেশি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রেসিডেন্ট মেহদি মির-আশরাফি এই তথ্য জানান।
তেহরান চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচার (টিসিসিআইএমএ) এর প্রতিনিধি সভার ২৩তম বৈঠকে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান চলতি বছরের শুরু থেকে ১৫ মে পর্যন্ত ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের ৪ দশমিক ৫ মিলিয়ন টন পণ্য আমদানি করেছে। আগের বছরের তুলনায় যা ২৮ শতাংশ বেশি।
তিনি আরও জানান, উল্লিখিত সময়ে ইরান ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের ১৫ দশমিক ৫ মিলিয়ন টন তেলবহির্ভূত পণ্য রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪৬ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।