মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৪ লাখ বিদেশীর ইরান ভ্রমণ

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২৪ 

news-image

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিউটিও) জানিয়েছে, ইরান ২০২৪ সালের প্রথম তিন মাসে প্রায় ১৪ লাখ বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৬০ শতাংশ বেশি।

ইউএনডব্লিউটি ‘র সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে ইরানে আসা বিদেশী পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে ১৩ লাখ ৯৮ হাজার বিদেশী পর্যটক ইরান ভ্রমণ করেন। গত বছরের একই সময়ে বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ৮ লাখ ৭২ হাজার।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে ৪ লাখ ৯৫ হাজার, ফেব্রুয়ারিতে ৫ লাখ ৬ হাজার এবং মার্চ মাসে ৩ লাখ ৯৭ হাজার বিদেশী পর্যটক ইরান ভ্রমণ করে। সূত্র: মেহর নিউজ