মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

গ্রীষ্মের আগেই ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা উৎপাদন করবে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ 

news-image

গ্রীষ্মের আগেই দেশীয় তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের ১ কোটি ৪০ লাখ ডোজ উৎপাদন করবে ইরান। মঙ্গলবার ইমামের নিদের্শনা বাস্তবায়ন সদরদপ্তরের পরিচালক মোহাম্মাদ মোখবার এই তথ্য জানান। তিনি বলেন, বসন্তকালে দেশে বৃহত্তর পরিসরে টিকা উৎপাদন কার্যক্রম শুরু করব।

মোখবার বলেন, প্রথম ধাপে চলতি ইরানি বছর শেষ হওয়ার আগে (২০ মার্চ) আমরা ২০ থেকে ৩০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা উৎপাদন করব। দ্বিতীয় ধাপে গ্রীষ্ম শুরু হওয়ার আগেই আরও ১ কোটি ২০ লাখ থেকে ৪০ লাখ ডোজ টিকা উৎপাদনের প্রতি নজর দেয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।