গৃহ সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার দ্বারপ্রান্তে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২১

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী আলিরেজা রাজম হোসেইনি বলেছেন, ইরান বিভিন্ন ধরনের গৃহ সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার দ্বারপ্রান্তে রয়েছে। খবর ইরনার।
শনিবার তিনি বলেন, অর্থনৈতিক অবরোধ সত্বেও দেশে গৃহ সরঞ্জামের উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিভিন্ন ধরনের গৃহ সরঞ্জাম উৎপাদনে আমরা স্বনির্ভরতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি।
খোরাসান রাজাভি প্রদেশে ওয়াশিং মেশিনের একটি প্রোডাকশন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে হোসেইন বলেন, গত ইরানি বছরে (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) দেশে ১ কোটি ৩০ লাখের ওপরে গৃহ সরঞ্জাম উৎপাদন হয়েছে। যা এই শিল্পের জন্য এক বিশাল অর্জন ছিল। সূত্র: তেহরান টাইমস।