খেলা অবস্থায় মারা গেলেন ইরানি ফুটবলার
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২৩
ইরানের তরুণ ফুটবলার আমির হোসেইন শিরচ সোমবার খেলা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
২৩ বছর বয়সী এই খেলোয়াড় বাবলসার ফুটবল দলের সদস্য ছিলেন। ইরান ফুটবলের দ্বিতীয় স্তরের লিগে নাফটোগাজ গাচসারানের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে তিনি মারা যান।
বাবলসার ফুটবল কমিটির প্রধান মজিদ পাশনা জানিয়েছেন, শিরচের এক ধরনের হৃদরোগ ছিল।
কার্ডিয়াক অ্যারেস্ট হল একটি মেডিক্যাল ইমার্জেন্সি। এটা হৃৎপিণ্ডের স্পন্দনকে হঠাৎই বন্ধ করে দেয়। শারীরিকভাবে ফিট এবং সক্রিয় অ্যাথলেট সহ যে কেউই কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হতে পারেন।
সূত্র: মেহর নিউজ।