বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা জোরদার, সামনে পুলিশের ব্যারিকেড

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০২৫ 

news-image

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল সোমবার রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড বসায়।

হাসপাতাল সূত্র জানায়, অন্যান্য রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) চার সদস্য মধ্যরাত থেকে প্রায় তিন ঘণ্টা হাসপাতালে ছিলেন। তারা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রীকে  ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকার। ফলে তার সুরক্ষার জন্য এসএসএফ মোতায়েন করা হয়।

খালেদা জিয়া হাসপাতালের চতুর্থ তলায় একটি কেবিনে আছেন। হাসপাতাল কর্মকর্তারা জানান নিরাপত্তার কারণে সেই তলার আশেপাশের কেবিনগুলো খালি করে দেওয়া হয়েছে।

হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।

পার্সটুডে