সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

খাদ্যবাহী ইরানি জাহাজ ভেনিজুয়েলার বন্দরের কাছে পৌঁছেছে

পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২০ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাদ্যবাহী জাহাজ ‘গোলসান’ ভেনিজুয়েলার বন্দরের কাছাকাছি পৌঁছেছে। কিছুদিন আগে ইরান সরকার ভেনিজুয়েলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি করার পর এবার খাদ্যবাহী জাহাজ পাঠালো। আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এসব জ্বালানি তেল ও খাদ্য সামগ্রী ভেনিজুয়েলায় পাঠাচ্ছে।

ভেনিজুয়েলার একটি ইরানি সুপারমার্কেটে গোলসান নামের জাহাজটি এসব খাদ্য সামগ্রী সরবরাহ করবে। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাস গতকাল এক টুইটার পোস্টে এসব কথা জানিয়েছে। দূতাবাস খাদ্য সামগ্রী সরবরাহের ঘটনাকে ইরান ও ভেনিজুয়েলার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সফলতা বলে মন্তব্য করেছে।

ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল্লাহ সুলতানি লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে খাদ্যবাহী জাহাজ ভেনিজুয়েলার দিকে এগিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের মহামারী প্রতিরোধের জন্য কিছু চিকিৎসাসামগ্রীও এ জাহাজে বহন করা হচ্ছে।

বলা হচ্ছে- গোলসান জাহাজটি ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় ভারগাস প্রদেশের লা গুআইরা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে এবং এ বন্দরেই নোঙ্গর করবে।#

পার্সটুডে/