ক্যান্সার চিকিৎসায় ইরানি বিজ্ঞানীর সাফল্য
পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০১৬
ইরানের রাজধানী তেহরানে কে এন তুসি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ন্যানো প্রযুক্তি ব্যবহার করে এমন একটি যৌগ আবিষ্কার করেছেন যার সাহায্যে মানবদেহে ক্যান্সার চিহ্নিত করা যাবে। এধরনের যৌগ উৎপাদন করা যাবে বেশ সস্তায় এবং এতে অপেক্ষাকৃত কম খরচে ক্যান্সার রোগীর চিকিৎসা সম্পন্ন করা যাবে। ইরানের ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিল এ তথ্য জানিয়েছে।
ক্যান্সার রোগীর দেহে আবিষ্কৃত এ যৌগটি ব্যবহার করে ভাল ফলাফল পাওয়া গেছে। আবিষ্কৃত যৌগটির উচ্চ পরিশোষণ ক্ষমতার কারণে মানবদেহের কোষ থেকে তা সহজেই ক্যান্সার জীবাণুকে চিহ্নিত করতে পারে। যা এধরনের চিকিৎসাকে বেশ কয়েক ধাপে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন ইরানের বিজ্ঞানীরা।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন