শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোলকাতা শিশু-কিশোর উৎসবে ইরানের তিন ছবি

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২০ 

news-image

ভারতের নবম কোলকাতা আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে (কেআইসিএফএফ) অংশ নিয়েছে ইরানের তিনটি ছবি। চলচ্চিত্রগুলো হলো ‘মি. ডিয়ার’, ‘২১ ডেজ লেটার’, ও ‘দ্যা টাইম অব পোমেগ্রানেটস স্মাইল’।

চলচ্চিত্রকার মোজতাবা মৌসাভির ‘মি. ডিয়ার’ একটি ২০ মিনিটের স্টপ মোশন অ্যানিমেশন ছবি। চলচ্চিত্রটির গল্প বর্ণনা করতে পুতুল প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। অ্যানিমেশনটির গল্প আধুনিক ইউরোপীয় সমাজের ঘটনাপ্রবাহের অনুরূপ। যেখানে ধ্বংসপ্রাপ্ত একটি পাতাল সড়ক স্টেশনে অজানা একটা সময়ের কাহিনি তুলে ধরা হয়েছে। এই সমাজের মানুষদের চেহারা পশু-প্রাণীর মতো এবং তারা মানবতাকে ভুলে যায়।

ইরানি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ‘মি. ডিয়ার’ ব্রিটিশ রাজধানীতে গত বছরের ২৫ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত দশম লন্ডন ইরানিয়ান ফিল্ম ফেস্টিভাল ও ২৪ থেকে ২৮ অক্টোবর বসনিয়া ও হার্জেগোভিনায় অনুষ্ঠিত বনজালুকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করে।

মোহাম্মাদ রেজা খেরাদমান্দান পরিচালিত গীতিনাটক  ‘২১ ডেজ লেটার’ মোরতেজা নামের এক কিশোরের জীবনী ঘিরে তৈরি করা হয়েছে। সে স্বপ্ন উপলব্ধি করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ছবিটি জার্মানিতে অনুষ্ঠিত ২৫তম কিন্দার কিনো ফেস্টে (কিকিফে) সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের নবম আসর ১৯ জানুয়ারি শুরু হয়েছে। সপ্তাহব্যাপী উৎসবের পর্দা নামবে ২৬ জানুয়ারি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।