সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোরিয়ান উৎসবের যাচ্ছে যেসব ইরানি সিনেমা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৩ 

news-image

দক্ষিণ কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিতব্য সিউল ইয়েঙদেউঙপো ইন্টারন্যাশনাল এক্সট্রিম-শর্ট ইমেজ অ্যান্ড ফিল্ম ফেস্টিভালের (এসইএসআইএফএফ) ১৫তম আসরে পাঁচটি ইরানি চলচ্চিত্র দেখানো হবে।

ইরানি এসব চলচ্চিত্রের তালিকায় রয়েছে, নাসরিন মোহাম্মদপুরের ‘লেফট হ্যান্ডেড’, ফারগোল মাসরুরিরাদ ও সাইয়্যেদ হোসেন জেইতুন-নেজাদের ‘হুভস বিট’  এবং রামিন ফারজানেহ ও পারিসা সেদাইজারের ‘নাইট অফ দ্য ইউনিভার্স’।

‘লেফট হ্যান্ডেড’ চলচ্চিত্রে মরিয়মের গল্প তুলে ধরা হয়েছে। তিনি একজন ৩৮ বছর বয়সী নারী, চারজনের একটি পরিবারের প্রধান। একটি পোল্ট্রি কসাইখানায় কাজ করার সময় মরিয়ম ডান হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেন। কারণ, এইভাবে তিনি তার ঋণ পরিশোধের জন্য বীমা থেকে অর্থ পাবেন।

যাইহোক, নির্ধারিত দিনে যখন তিনি তার ডান হাতটি কেটে ফেলতে চান, তখন মেশিনটি হঠাৎ জ্যাম হয়ে যায় এবং মরিয়মের ডান হাতের পরিবর্তে দুর্ঘটনাক্রমে তার বাম হাতটি কেটে যায়। অতএব, তার জন্য একটি নতুন ভাগ্য নির্ধারণ করে। সূত্র: তেহরান টাইমস