বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

কেরালা উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২৩ 

news-image

ভারতের ১৫তম ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম ফেস্টিভাল অফ কেরালায় (আইডিএসএফএফকে) দেখানো হবে ইরানি শর্ট ফিল্ম ‘আফটার মিডনাইট’ এবং ডকুমেন্টারি ‘অ্যা ফেয়ারওয়েল টু আর্ম’।
আমির হোসেন কারবাখশের ‘অ্যা ফেয়ারওয়েল টু আর্ম’  ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে নির্মাণ করা হয়েছে।

মোহাম্মদ বাঘেরি পরিচালিত ‘আফটার মিডনাইট’ এ একজন নারীর গল্প তুরে ধরা হয়েছে। সে একজন গর্ভবতী নারী। নিজের এবং স্বামীর জীবন বাঁচাতে এক রাত হাতে পায় সে। এটা ছিল খুবই সংকীর্ণ সময় যখন তার সব প্রত্যাশা বদলে যায়।

এদিকে, ইরানি শর্ট ফিল্ম ‘ব্ল্যাক সিড’ ও আগামী ৪ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া উৎসবের এবারের ১৫তম আসরে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে।

আমিরহোমান খোসরাভানি পরিচালিত এবং আমির নাজাফি ও আমিরহোমান খোসরাভানি সহ-রচিত ১৫ মিনিটের শর্ট ফিল্মটি ডাউন সিনড্রোমে আক্রান্ত একটি ছেলেকে নিয়ে তৈরি করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।

I