কৃত্রিম বুদ্ধিমত্তায় যেভাবে নেতৃস্থানীয় দেশ হওয়ার পরিকল্পনা করছে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২
কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলের জাতীয় নথির ভিত্তিতে ২০৩২ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নেতৃস্থানীয় ১০টি দেশের মধ্যে স্থান করে নেবে ইরান। দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও উন্নয়ন কেন্দ্রের প্রধান শাহরাম মঈন এই পরিকল্পনার কথা জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের রোডম্যাপের অধ্যয়ন শুরু হয়েছিল এক বছর আগে, যা আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের নভেম্বরের মধ্যে শেষ হয়। “এই নথির খসড়া তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ২৩টি দেশের কৌশলগত নথি মূল্যায়ন করা হয় যাতে পরিবেশ, স্বাস্থ্য, পরিবহন, অনলাইন শিক্ষা, জ্বালানি, রোবোটিক্স, শিল্প, কৃষি এবং নিরাপত্তা উন্নয়নের মতো ক্ষেত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোর মধ্যে স্থান পায়।’’ মঈন ব্যাখ্যা করে বলেন, এই নথির লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, গবেষণার ৮০ শতাংশ দেশের চাহিদা মেটাবে, শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ৪৫ শতাংশ ব্যবহার করা হবে, কৃত্রিম বুদ্ধিমত্তায় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এবং জিডিপিতে এআই-এর ১২ শতাংশ অবদান থাকবে। সূত্র: তেহরান টাইমস।