কুস্তি চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতল ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৫, ২০১৯
কাজাখস্তানে অনুষ্ঠিত ২০১৯ রেসলিং ইউডাব্লিউডাব্লিউ আলিশ অ্যান্ড কাজাক কুরেশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটি মেডেল জিতেছে ইরান। সোমবার ইরানি কুস্তিগীর মোহাম্মদ নাবিজাদিন রুপার ও রোহতুল্লাহ নামেতিয়ান ব্রোঞ্জ পদক জিতেছেন।
কুস্তি চ্যাম্পিয়নশিপের ৭০ কেজি ওজন-শ্রেণিতে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে কাজাখস্তানের সিকসেনবায়েভ এলডিলারের কাছে পরাজিত হন মোহাম্মদ নাবিজাদিন। প্রতিপক্ষের কাছে ৫-৮ পয়েন্টে হেরে তিনি দ্বিতীয় স্থান লাভ করে রৌপ্যপদক লাভ করেন।
ইরানের রোহতুল্লাহ নামেতিয়ান পুরুষ বিভাগে ৬০ কেজিতে ব্রোঞ্জপদক জিতে নেন। এই বিভাগে স্বাগতিক আব্দুরসোলভ মারলিন সোনা আর মঙ্গোলিয়ার সারাভনায়মবু উলিবাট রৌপ্যপদক জিতেছেন।
এছাড়াও সোমবার পুরুষদের আলিশে ১শ কেজি ওজন-শ্রেণিতে স্বর্ণপদকের জন্য লড়বেন অপর ইরানি কুস্তিগীর পুরিয়া রামাজানি।
রেসলিং ইউডাব্লিউডাব্লিউ আলিশ অ্যান্ড কাজাক কুরেশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এবারের পর্ব কাজাখস্তানের রাজধানীর নূর-সুলতানে ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।