মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

কুদস দিবসে ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন স্কয়ারে ইরানিদের স্বপ্রণোদিত উপস্থিতি

পোস্ট হয়েছে: মে ৭, ২০২১ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানে করোনা মহামারির কারণে বিশ্ব কুদস দিবস উপলক্ষে প্রাতিষ্ঠানিকভাবে কোনো মিছিল ও সমাবেশের আয়োজন করা না হলেও বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে ইসরাইল বিরোধী মিছিল হয়েছে।

ইরানের রাজধানী তেহরানের বিখ্যাত ফিলিস্তিন স্কয়ারে মানুষের স্বপ্রণোদিত নানা কর্মসূচি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে ইরানিরা স্বাস্থ্যবিধি মেনে স্বপ্রণোদিতভাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা উড়ায় এবং ইসরাইল বিরোধী শ্লোগান দেয়। এ সময় দখলদার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দিতে দেখা যায়।

এছাড়া ইরানের অন্যান্য শহরেও একই ধরণের কর্মসূচি পালিত হয়েছে। কুদস দিবস উপলক্ষে গতকাল থেকেই ইরানের বিভিন্ন শহরে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এক পর্যায়ে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে হাজির হয় একদল মানুষ। তাতে হাতে ছিল ফিলিস্তিনের পতাকায়। এর পাশাপাশি ফিলিস্তিন সংক্রান্ত বিপ্লবী সঙ্গীত নিয়ে হাজির হয় একদল গায়ক। তারা ঐ স্কয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে সঙ্গীত পরিবেশন করেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়।

ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলার শহর আল-কুদস বা বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার মহান লক্ষ্যে এ দিবস পালন করার আহ্বান জানান ইমাম খোমেনী (রহ.)।

প্রতি বছর ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে কুদস দিবসে ব্যাপক ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে চলতি বছর করোনাভাইরাস মহামারির কারণে সেখানে গণমিছিল ও গণজমায়েতের আয়োজন সম্ভব হয়নি। পার্সটুডে