কিউএস র্যাংকিং: সেরা এক হাজারে ইরানের ৬ বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: জুন ১২, ২০২২
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা ১৪শ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেল ইরানের ৬টি বিশ্ববিদ্যালয়।
গত বুধবার (৮ জুন) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৩: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক ইনডেক্স থেকে এসব তথ্য উঠে এসেছে। কিউএসের এবারের র্যাংকিংয়ে বিশ্বের ১ হাজার ৪০০ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র্যাংকিংগুলোর একটি। অ্যাকাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণ মানপত্র (Citation), আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ও কর্মসংস্থান এই আটটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করে কিউএস। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, ৩৮০তম, আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, ৪৪৩তম, তেহরান ইউনিভার্সিটি ৫০৪ থেকে ৫১০-এর মধ্যে, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৫৩১ থেকে ৫৪০তম স্থানে রয়েছে। র্যাংকিংয়ে গত ১০ বছরের মতো এবারও প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সূত্র: তেহরান টাইমস।