কারবালা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০১৮
আমিন আল আসাদ
শহীদের স্মৃতি কারবালা
তোমায় নিয়ে লেখা হলো
অনেক কাব্য গান পালা।
শহীদের ভূমি কারবালা
তুমি ক্ষুধা পিপাসার বুক জ্বালা
রক্তসাক্ষী কারবালা
ব্যথার করুণ শোকমালা।
এইখানে এসে হেরে গেছে সব
মসৃণ বীর তরবারির
বিজয় হয়েছে তাঁর রুধির
কার রুধির?
প্রাণপ্রিয় নাতি নূরনবীর (সা.)
¯েœহের পুত্র বীর আলীর
নয়নের মণি ফাতেমার
নির্ভিক বীর মদিনার,
তাঁর রুধির।
ওরে কারবালা
নিলি ইমামের খুন শুষি
পিপাসা মিটালি আজগরে
এজিদী সেনার বিষ তীরে।
ঘাতক জালিম শোষক শোন
রব উঠেছে ইয়া হোসেন
ঘটে ঘটনা কারবালার
আসবে বিজয় ইসলামের।
কারবালা ফোরাত ত্যাগের মহিমা
রবে উচ্চে চিরদিন
শহীদী ঈদের সেনারা সাজ
জেগে ওঠ মুসলেমিন।