মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কান ক্রিটিকস উইকে লড়বে ইরানের ‘ইমাজিন’

পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০২২ 

news-image

‘লা সেমাইন দে লা ক্রিটিক – কান ক্রিটিকস উইক’ এর এবারের ৬১তম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানি নাটক ‘ইমাজিন’।আলি বেহরাদ পরিচালিত ছবিটি দিবাস্বপ্ন দেখা একজন ক্যাব চালককে নিয়ে তৈরি করা হয়েছে। তিনি এমন একজন নারীর প্রেমে পড়েন যাকে কল্পনা করা ছাড়া সে থাকতে পারে না। ফলে একের পর এক রহস্য আর কৌতুকপূর্ণ মুহূর্তের মুখোমুখি হয় সে।ফ্রেঞ্চ ইউনিয়ন অব ফিল্ম ক্রিটিকসের আয়োজনে ১৮ থেকে ২৬ মে কান চলচ্চিত্র উৎসব চলাকালীন ক্রিটিকস উইক অনুষ্ঠিত হবে।ইভেন্টের ফিচার চলচ্চিত্র প্রতিযোগিতায় অন্যান্য আরও দশটি চলচ্চিত্র দেখানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জেসি আইজেনবার্গের ‘হোয়েন ইউ ফিনিশ সেভিং দ্য ওয়ার্ল্ড’ প্রদর্শনের মাধ্যমে এই উৎসব শুরু হবে এবং কোরিয়ান পরিচালক জুং জুলাইয়ের ‘নেক্সট সোহি’ দিয়ে উৎসব শেষ হবে। সূত্র: তেহরান টাইমস।