কাতার বিশ্বকাপে ইরানের হস্তশিল্পের প্রদর্শনী
পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০২২
কাতার বিশ্বকাপের ফাঁকে ইরানের হস্তশিল্প ও ঐতিহ্যবাহী শিল্পের একটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইরানের পর্যটন উপমন্ত্রী মরিয়ম জালালি একথা বলেছেন।ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয় আয়োজিত এই প্রদর্শনীর অংশ হিসেবে ইরান বিশ্বকাপ দর্শক এবং পর্যটকদের আতিথেয়তা করবে। সেই সাথে এমন একটি স্থান তৈরি করবে যেখানে ইরানের ঐতিহ্যবাহী শিল্পের দেখা মিলবে। মঙ্গলবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।মন্ত্রী বলেন, প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, শৈল্পিক এবং হস্তশিল্পের পণ্য প্রদর্শিত হবে। এক্ষেত্রে সর্বশেষ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যগুলি তুলে ধরা হবে। এই প্রদর্শনী বিশ্বকাপের সময় এবং পরে ইরানের আকর্ষণ এবং সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরে ইরানে পর্যটক আকৃষ্ট করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। সূত্র: তেহরান টাইমস।