সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতার বিশ্বকাপের দর্শকদের আতিথেয়তায় প্রস্তুত ইরানের কিশ দ্বীপ

পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২১ 

news-image

কাতার বিশ্বকাপের দর্শক ও অংশগ্রহণকারী দলগুলোকে বরণ করতে প্রস্তুত রয়েছে পারস্য উপসাগরের ইরানি কিশ দ্বীপ। কিশ হোটেল মালিক সমিতির প্রধান মাসিহোল্লাহ সাফা সোমবার এই তথ্য জানান। খবর ইসনার।তিনি জানান, কিশ দ্বীপের কাতারের কাছাকাছি অবস্থান এবং দ্বীপটিতে থাকার খরচ কম হওয়ায় বিশ্বকাপ চলাকালীন দর্শক ও অংশগ্রহণকারী দলগুলোর এখানে থাকার সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে ২১ নভেম্বের থেকে ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।এই কর্মকর্তা জানান, ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বড় পদক্ষেপ নিয়েছে। তাই কিশ দ্বীপে আবাসন ও অভ্যর্থনা পরিষেবার সক্ষমতা বাড়ানো দরকার। বিশ্বকাপে ইরানি ও বিদেশিদের থাকার জন্য ৪ হাজার কক্ষ প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।