করোনায় সুস্থতার হারে বিশ্বে তিন নম্বরে ইরান
পোস্ট হয়েছে: জুন ২১, ২০২০
করোনাভাইরাস থেকে সর্বোচ্চ সংখ্যক সুস্থতার হারে বিশ্বে তৃতীয় নম্বরে রয়েছে ইরান। সর্বশেষ প্রতিবেদন মতে, করোনাভাইরাস থেকে জার্মানিতে ৯১ দশমিক ৫ শতাংশ, তুরস্কে ৮৫ শতাংশ, ইরানে ৮০ শতাংশ ও ইতালিতে ৭৬ শতাংশ রোগী সুস্থ হয়েছে। এই খবর দিয়েছে টিএএসএস।
প্রতিবেদনটি বলছে, শিগগিরই বৈশ্বিকভাবে সুস্থতার হার অর্ধেকে পৌঁছতে পারে। বিগত সাত দিনে বিশ্বব্যাপী প্রায় ৫ লাখ মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। তবে এর আগের সপ্তাহে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সুস্থ হয়। ওই সপ্তাহে মোট সুস্থ হয়েছে ৭ লাখ রোগী।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর হারও কমে আসছে। মে মাসের শুরুর দিকে সর্বোচ্চ মৃত্যু হার ৭ শতাংশ ছিল। ইতোমধ্যে গত সপ্তাহে মৃত্যু হার কমে ৫ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।
গলে শনিবার পর্যন্ত ইরানে ২ লাখ ২ হাজার ৫৮৪জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৯ হাজার ৫০৭জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩৮৪জন। সূত্র: তেহরান টাইমস।