রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনার ওষুধ ‘অ্যাক্টেমরা’ উৎপাদন করছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২০ 

news-image

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ‘অ্যাক্টেমরা’ ওষুধ উৎপাদনে সক্ষম হয়েছে ইরান। এই তথ্য জানিয়েছেন ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের ড্রাগস এবং কন্ট্রোলড সাবস্টেন্সেস বিষয়ক মহাপরিচালক হেইদার মোহাম্মাদি।

সোমবার বার্তা মাধ্যম আইআরএনএ কে তিনি বলেন, রেমডেসিভির ছাড়াও ইরান অ্যাক্টেমরা ওষুধ উৎপাদন করতে সক্ষম হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে হাসপাতালগুলোতে এটি বিতরণ করা হবে। ওষুধটির কার্যকারিতা মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদন করেছে। ওষুধটি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সুস্থতায় অপেক্ষাকৃত বেশি কার্যকর বলে জানান তিনি।

ওষুধটি এখনও ইরানের ফার্মাসিউটিক্যাল বাজারে ছাড়া হয়নি। এরআগে চীন ওষুধটির সীমিত পরিমাণ ইরানকে উপহার দেয়। ইরানের হাসপাতালগুলোতে ওষুধটি এখন ব্যবহার হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।