সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ওয়ারশ ফিল্মফেস্টে যাচ্ছে  ইরানি চলচ্চিত্র ‘টু ডগস’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২১ 

news-image

৩৭তম ওয়ারশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে ইরানি চলচ্চিত্র ‘টু ডগস’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রখ্যাত ইরানি অভিনেতা নাভিদ মোহাম্মাদজাদেহ। পোলাণ্ডে ১৯৮৫ সালে ওয়ারশ ফিল্মফেস্ট শুরু হলেও ২০০৯ সালে তা ব্যাপক আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। কানস, ভেনিস, বার্লিন, লোকারনো, সান সেবাস্টিয়ান, কারলভি ভ্যারি, টোকিও, মস্কো, মার ডেল প্লাটা, মন্ট্রিল, সাংহাই, কায়রো, গোয়া ও ট্যালিনের পাশাপাশি ওয়ারশ এখনো হাজারো চলচ্চিত্র বোদ্ধা ও প্রেমীদের আসর হয়ে দাঁড়িয়েছে। এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইরানি, রুশ ও রোমানিয়ার চলচ্চিত্রগুলো ওয়ারশ ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করে। আগামী ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ওয়ারশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেহর