ঐতিহ্যবাহী ওষুধে বিশ্বে পঞ্চম স্থানে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২০

আদিবাসী ফার্মাকোলজি (ওষুধ বিজ্ঞান), ঐতিহ্যবাহী ওষুধ ও ওষুধি গাছপালার ওপর নিবন্ধ প্রকাশের সংখ্যায় বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে ইরান। ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে প্রকাশিত এসব নিবন্ধে যেসব দেশ অবদান রেখেছে তাদের তালিকায় ইরান এই স্থান লাভ করেছে। জার্নাল অব এথনোফার্মাকোলজি এর বিশ্লেষণ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
‘দ্যা এথনোফার্মাকোলজিক্যাল লিটারেচার: অ্যান অ্যানালাইসিস অব দ্যা সায়েন্টিফিক ল্যান্ডস্কেপ’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেন চীন, ব্রিটেন, পর্তুগাল, বুলগেরিয়া, জার্মানি, পোল্যান্ড ও অস্ট্রিয়ার একদল আন্তর্জাতিক গবেষক। ওয়েব অব সায়েন্স (আইএসআই) থেকে এসব তথ্য পাওয়া গেছে।
উল্লিখিত সময়ে ইরান মোট ২ হাজার ৪৩৯টি নিবন্ধ প্রকাশ করে। অর্থাৎ মোট নিবন্ধের ৬ দশমিক ৩ শতাংশ প্রকাশ করে বিশ্বব্যাপী চিরাচরিত ওষুধ প্রকাশানায় দেশটি পঞ্চম অবস্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস