সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এ বছরের শেষে ‘দোস্তি’ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০১৭ 

news-image

ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান মোহসেন বাহরামি জানিয়েছেন, দেশটির শরিফ ইউনিভার্সিটির তৈরি ‘দৌস্তি’ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে।  এ বছরের শেষ নাগাদ সেটি উৎক্ষেপণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজধানী তেহরানে অনুষ্ঠিত ২৩তম ইরানি আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদ সংস্থা মেলায় বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান।

বাহরামি বলেন, ‘‘শরিফ ইউনিভার্সিটির দৌস্তি (বন্ধুত্ব) নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।  আমরা এ বছরের শেষ নাগাদ এটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছি। ’’

তিনি আরও উল্লেখ করেন, কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হয়।  সুতরাং উৎক্ষেপণের সুনির্দিষ্ট সময় ঠিক করা অসম্ভব।

আমির কবির ইউনিভার্সিটির তৈরি অপর একটি স্যাটেলাইট প্রসঙ্গে ইরানি এই কর্মকর্তা বলেন, ওই স্যাটেলাইটটিও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে এবং এ বছরেই তা হস্তান্তর করা হবে। আমরা আশা করছি, হাতে পাওয়ার ছয় মাস পর এইউটি’র এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারব।

সূত্র: মেহের নিউজ এজেন্সি।