এশীয় ক্যানু স্লালম চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০১৭
এক ধরনের নৌকা যা ক্যানু স্লালম হিসেবে পরিচিত এমন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি থাইল্যান্ডে। এতে ইরানের পুরুষ ও নারী প্রতিযোগিরা অংশ নিতে যাচ্ছেন। এবারের এশীয় ক্যানু স্লালম অনুষ্ঠিতি হবে থাইল্যান্ডের নাখন নায়কে।
এ প্রতিযোগিতায় ইরানের যে চার নারী অংশ নিচ্ছেন তারা হলেন, রোক্সানা রাজেঘিয়ান, দোনিয়া মোহাম্মদি এবং ফায়েজ রোনাসি। পুরুষ প্রতিযোগীদের মধ্যে রয়েছেন, আমির মোহাম্মদ ফাত্তাহপোর, মেহদি কারিমি, হোমায়ুন মোহাম্মদপুর, আমির রেজানেজাদ, রেজা খালিলি, দানিয়েল খোশরাভি, মাহান এদ্রিসি ও মোহাম্মদ মেহদি কোনারাং।
সূত্র: তেহরান টাইমস।