সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশীয় কুরাশে রানার আপ ইরান

পোস্ট হয়েছে: মার্চ ২৫, ২০১৮ 

news-image

ইরানের নারী ও পুরুষ কুরাশ দল এশীয় কুরাশ প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুইটি তাম্র পদক পেয়ে রানার আপ হয়েছে। ভারতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উজবেকিস্তান। ভারত তৃতীয় স্থান অধিকার করে।

ইরানের এলিয়াস আলী আকবারি, মোহাম্মদ মালেক মোহাম্মদি ও জাফর পাহলেভানি স্বর্ণ, ওমিদ তিজতাক, কাশেম আহদি ও মোহাম্মদ আলী জাকেরি রৌপ্য এবং মিস মাহতাব বাগচেকি ও মিস জাহরা বাকেরি তাম্র পদক পান। কুরাশ মধ্য এশিয়ায় প্রচলিত কুস্তি ধরনের খেলা। – ইরনা