মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়া মাউন্টেইন বাইকিংয়ে ইরানের প্রথম পদক

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২০ 

news-image

থাইল্যান্ডে চলমান এশিয়ান মাউন্টেইন বাইক কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছে ইরানের নারী সাইক্লিস্ট ফারানাক পারতো-আজার। টুর্নামেন্টের এবারের ২৬তম আসরে ক্রস-কান্ট্রি শ্রেণিতে মঙ্গলবার ইরানি দলের পক্ষে প্রথম মেডেল জয় করেন তিনি।

অন্যদিকে পুরুষদের ক্রস-কান্ট্রি শ্রেণিতে এদিন পর্বত সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইরানি সাইকেল চালক ফারাজ শোকরি ও ফারজাদ খোদিয়ারি।

২৬তম এশিয়ান মাউন্টেইন বাইক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের চিয়াঙ রাইয়ে। এছাড়াও এখানে ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ১২তম এশিয়ান জুনিয়র মাউন্টেইন বাইক চ্যাম্পিয়নশিপ। বুধবার টুর্নামেন্টের পর্দা নামবে। ইভেন্টে প্রাপ্ত পয়েন্ট ২০২০ অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য সাইক্লিস্ট র‌্যাঙ্কিংয়ে কাজে আসবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।