সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে ইরানের ছয় পদক

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ 

news-image
ইরানের দাবা খেলোয়াড়রা ২৫তম এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক জিতেছে। রামতিন কাকাভান্দ ছেলেদের অনূর্ধ্ব ১০ স্ট্যান্ডার্ড এবং ব্লিটজে দুটি স্বর্ণপদক জিতেছে।
মেয়েদের অনূর্ধ্ব ১২ ব্লিটজে ব্রোঞ্জ জিতেছেন রোশা আকবারি। মোহাম্মদতাহা আরকাক ছেলেদের অনূর্ধ্ব ৮ ব্লিটজে ব্রোঞ্জ জিতেছেন। কানান পৌরমুসাভি ছেলেদের অনূর্ধ্ব ১২ ব্লিটজে ব্রোঞ্জ জিতেছেন।
নিউশা মোহাম্মাদি মেয়েদের অনূর্ধ্ব ১৪ স্ট্যান্ডার্ডে ব্রোঞ্জ পদকও জিতেছেন। প্রতিযোগিতাটি ১২ থেকে ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আল আইন চেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস