বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি ফ্রিস্টাইলারদের ৩ সোনার মেডেল জয়

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২৩ 

news-image

কিরগিজস্তানের বিশকেকে চলমান অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে তিন তরুণ ইরানি ফ্রিস্টাইল কুস্তিগির তিনটি স্বর্ণপদক জিতেছেন। ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সিনা খলিলিল (৬৫ কেজি), আবুলফজল হোসেনি (৭১ কেজি) এবং আবোলফজল রহমানি (৮০ কেজি)।

অন্য ফ্রিস্টাইল রেসলাররা সামনের দিনগুলিতে ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৬০, ৯২ এবং ১১০ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে গত রোববার ইরানের অনূর্ধ্ব-১৭ গ্রেকো-রোমান কুস্তি দল কিরগিজস্তানের বিশকেকে অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। সূত্র: মেহর নিউজ।