এশিয়ান ওপেনে সুমো চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৪
কিরগিজস্তানে এশিয়ান ওপেনে প্রশংসনীয় দক্ষতা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা শেষ করেছে ইরানি শ্রমিকদের জাতীয় সুমো কুস্তি দল। দুর্দান্ত লড়াই শেষে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টটিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে দলটি।
ইরানি শ্রমিকদের সুমো কুস্তি দল চারটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতে এশিয়ান ওপেন টুর্নামেন্টের শিরোপা জিতেছে।
প্রথমবারের মতো ইরানের সুমো কুস্তি দলের উভয় ক্রীড়াবিদ চ্যাম্পিয়নশিপ জিতেছে। মেহেদি কাভিয়ানফার এবং মাসুমে মেহৌরি জাতীয় দলে রেফারির ভূমিকা পালন করেন।৪ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়ান ওপেনে ৪৩টি দেশের ক্রীড়াবিদরা ২৮টি ক্রীড়া ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: মেহর নিউজ