সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এফআইভিবি বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিবিয়াকে হারাল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২৪ 

news-image

শনিবার ২০২৪ এফআইভিবি ভলিবল বয়েজ ‘অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিবিয়াকে সোজা সেটে (২৫-১৩, ২৫-১৬, ৩০-২৮) হারিয়েছে ইরান৷

ইরানের মোহাম্মদ রউফ খোশহাল ১৮ পয়েন্ট এবং মুয়েজবিল্লাহ সালেহ বালনউর ১৬ পয়েন্ট নিয়ে লিবিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দেন। আরাশ সাদেঘিয়ানির দল রোববার তিউনিসিয়ার সাথে খেলবে এবং সোমবার বি পুল-এ পাওয়ারহাউজ খ্যাত মিশরের মুখোমুখি হবে।

অনুর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর ২৪ থেকে ৩১ আগস্ট বুলগেরিয়ার সোফিয়াতে অনুষ্ঠিত হচ্ছে।
চারটি গ্রুপের শীর্ষ আট দল কোয়ার্টার ফাইনালে যাবে। আর যারা পরাজিত হবে তারা নবম থেকে ১৬ম স্থানে প্লে অফ খেলবে। সূত্র: মেহর নিউজ