সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বৈরুতে ফিল্ড হাসপাতাল খুলল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০২০ 

news-image

লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে বৈরুতেই ফিল্ড হাসপাতাল খুলেছে ইরান।লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ জাওয়াদ ফিরুজনিয়া গতকাল (শনিবার) এ হাসপাতাল উদ্বোধন করেন।

গত মঙ্গলবার বৈরুত বন্দরে দাহ্য পদার্থের এক গুদামে ভয়াবহ বিস্ফোরণ অন্তত ১৫০ জন নিহত ও প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়।

শনিবার বৈরুতে ইরানি ফিল্ড হাসপাতাল উদ্বোধন করে রাষ্ট্রদূত ফিরুজনিয়া বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বৈরুত বন্দর এলাকা পুনর্নির্মাণে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে।

ফিল্ড হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি প্রস্তুত করছেন ইরানের একজন রেডক্রিসেন্ট কর্মী
উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের রেডক্রিসেন্টের উপপ্রধান ফরিদ মোরাদিয়ান জানান, তারা যে ফিল্ড হাসপাতাল খুলেছেন তাতে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, সাধারণ ওয়ার্ডসহ একটি আধুনিক হাসপাতালের সব উপকরণ রয়েছে। ফলে বৈরুত বিস্ফোরণে আহত যেকোনো রোগীকে তারা সেবা দিতে পারবেন। ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে বৈরুত বিস্ফোরণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে ফিল্ড হাসপাতাল খুলল।  পার্সটুডে।