উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইরানের ছয় স্যাটেলাইট
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২০
ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাভাদ জাহরোমি জানিয়েছেন, দেশীয়ভাবে তৈরি ছয়টি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে। রোবাবর কক্ষপথে জাফর স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে করা একটি টুইটে আইসিটি মন্ত্রী এই তথ্য জানান।
তিনি জানান, নির্ভুলতা পরিমাপক উপগ্রহটির নির্মাণ কার্যক্রম শুরু করেছে আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি। ধরণ হিসেবে এটি অদ্বিতীয় স্যাটেলাইট।
আইসিটি মন্ত্রী আরও জানান, জাফর টেলিযোগাযোগ স্যাটেলাইটটির ওজন ১১৩ কেজি। এটি কক্ষপথে অন্তত দেড় বছর কার্যক্রম পরিচালনা করতে পারবে। তিনি বলেন, চলতি বছর ইমাম খোমেইনী (রহ.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ‘টেন-ডে ডন’ উদযাপনের আগে মহাকাশে জাফর টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠানো হবে। ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি) গত সপ্তাহে স্যাটেলাইটটি ইরান স্পেস এজেন্সিকে (আইএসএ) হস্তান্তর করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।