সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

উদ্যানজাত পণ্য রপ্তানিতে ইরানের আয় ৩ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০২৪ 

news-image

ইরানের হর্টিকালচার বিষয়ক উপ-কৃষি মন্ত্রী মোহাম্মাদ-মেহেদি বোরোমান্দি বলেছেন, দেশের বার্ষিক কৃষি রপ্তানি আয়ের প্রায় ৫০ শতাংশই আসে উদ্যানজাত পণ্য রপ্তানি থেকে। ইরান প্রতি বছর প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের উদ্যানজাত পণ্য রপ্তানি করে থাকে বলে জানান তিনি।

সোমবার তেহরানে এই বিষয়ে এক বিশেষ সভায় তিনি আরও বলেন, ইরান বছরে প্রায় ৩ মিলিয়ন টন উদ্যানজাত পণ্য বিশ্বের শতাধিক দেশে রপ্তানি করে। খবর আইআরআইবির

বোরোমান্দি জানান, দেশে প্রায় তিন মিলিয়ন হেক্টর বাগানে বছরে প্রায় ২৬ মিলিয়ন টন উদ্যানজাত পণ্য উৎপাদন হয়ে থাকে।

 কলা, আনারস, নারকেল এবং আম এই চারটি গ্রীষ্মমণ্ডলীয় ফল বাদে সব ধরনের ফল উৎপাদনে ইরান স্বয়ংসম্পূর্ণ। সূত্র: তেহরান টাইমস