উগ্রবাদ মুক্ত বিশ্ব গড়তে মুসলিম নেতাদের এগিয়ে আসতে হবে: ড. রুহানি
পোস্ট হয়েছে: জুন ৮, ২০১৬
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম বিশ্বের নেতাদেরকে উগ্রবাদ এবং সহিংসতামুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পবিত্র রমজান উপলক্ষে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো পৃথক বার্তায় এ আহ্বান জানান তিনি। এতে বলা হয়েছে, ইসলামের ইতিহাসের জটিল এই সন্ধিক্ষণে এ ধর্মের যে ভ্রান্ত চেহারা তুলে ধরা হচ্ছে, তা ঐতিহ্যবাহী ইসলামী সভ্যতা, দর্শন এবং অন্য ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
বিশ্বের মানুষের কাছে দয়ার ধর্ম ইসলামের সত্যিকার পরিচয় তুলে ধরার জন্য আহ্বান জানান তিনি। রুহানি বলেন, এ অবস্থায় দয়া, শান্তি, ভ্রাতৃত্ববোধের ধর্ম ইসলামের সত্যিকার পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এবং সহিংসতা ও উগ্রবাদমুক্ত বিশ্ব গড়ে তুলেতে এগিয়ে আসতে হবে।
এ ছাড়া, পবিত্র রমজান মাসে মুসলমান ভাই-বোনদের মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব জোরদারেরও আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। প্রেসিডেন্ট তার বার্তায় বিশ্বের সব মুসলমানের সাফল্য কামনা করেন। সূত্র: পার্সটুডে