সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইস্পাত উৎপাদনে ইরান বিশ্বে অষ্টম

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বে ইস্পাত উৎপাদনকারী প্রধান দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছে। চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসের উৎপাদন রিপোর্টের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল এসোসিয়েশন।

আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাদাগ্রস্ত হওয়া এবং মূল্য সংকটের পরেও ইরান তার উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে। ওয়ার্ল্ড স্টিল এসোসিয়েশনের রিপোর্টে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইরানের ইস্পাত উৎপাদনের পরিমাণ বেড়েছে ৪.৮ ভাগ। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইরান মোট ইস্পাত উৎপাদন করেছে ১ কোটি ৬১ লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু জুন মাসেই ইরান ইস্পাত উৎপাদন করে ৩২ লাখ মেট্রিকটন যা ২০২২ সালের জুন মাসের চেয়ে শতকরা ১৭.৪ ভাগ বেশি ছিল। শুধু জুন মাসের হিসাব অনুযায়ী, ইরান বিশ্বে সপ্তম প্রধান ইস্পাত উৎপাদনকারী দেশের অবস্থানে ছিল।

এর আগে বেশ কয়েক বছর ধরে ইরান বিশ্বে প্রধান ইস্পাত উৎপাদনকারী দেশের তালিকায় ১০ নম্বরে ছিল। তবে ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে ইরানের সম্প্রসারণবাদী নীতির কারণে এখন অষ্টম অবস্থানে চলে এসেছে।

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যখন আন্তর্জাতিক বাজার ক্ষতিগ্রস্ত এবং প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে তখন ইরানের এই ইস্পাত উৎপাদন বৃদ্ধির খবর এলো। /পার্সটুডে/