ইসলামি দেশগুলোতে ইরানের রপ্তানি ১৭ শতাংশ বেড়েছে
পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২৪
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শুরু থেকে (২১ মার্চ ২০২৪ থেকে যা শুরু হয়েছে) ইসলামি দেশগুলিতে ইরানের রপ্তানি ১৭ শতাংশ বেড়েছে৷
রোববার সন্ধ্যায় ১৮তম জাতীয় গুণমান পুরস্কার অনুষ্ঠানে বক্তৃতাকালে ইরানের ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের প্রধান হদি এসলামপানা এই তথ্য জানিয়েছেন।
রপ্তানি বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা একটি সাধারণ ভাষাকে উৎসাহিত করে বৈদেশিক বাণিজ্যের বিকাশ করতে পেরেছি। এই কৃতিত্বটি প্রমিতকরণে ইরানের অগ্রগতি প্রতিফলিত করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি