ইসফাহানের যে অসাধারণ কারুপণ্য পেল জিআই পণ্যের স্বীকৃতি
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪
ইসফাহানের গালামজানির ঐতিহ্যবাহী একটি কারুপণ্য ইরানের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন পেয়েছে। তামা, পিতল, রৌপ্য এবং সোনার মতো ধাতুতে সুন্দর নকশা খোদাই করার জটিল কারুকাজটি ইরান থেকে সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল। বিশ্বের মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি ইসফাহানকে প্রাচীন এই কারুশিল্পের প্রাথমিক কেন্দ্র হিসেবে তুলে ধরছে।
ইসফাহানের হস্তশিল্প ইউনিয়নের প্রধান মাজদ-আল-দিন তাজ রোববার এই তথ্য জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক এই স্বীকৃতিকে ইসফাহানের কারিগরদের জন্য একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, অন্যান্য কিছু দেশ থেকে ঐতিহ্যবাহী এই ইরানি কারুশিল্প এবং সাংস্কৃতিক সম্পদকে তাদের নিজস্ব হিসাবে দাবি করার প্রচেষ্টা চালানো হয়। যা এই অঞ্চলের কারুশিল্প সম্প্রদায়ের জন্য দীর্ঘদিনের একটি উদ্বেগের কারণ ছিল।
তাজ জিআই নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেন। তিনি বলেন, বৈশ্বিক স্বীকৃতির জন্য যোগ্য হওয়ার আগে একটি নৈপুণ্যকে প্রথমে একটি ভৌগোলিক নিবন্ধন সহ জাতীয়ভাবে স্বীকৃত হতে হবে।
তিনি আরও জানান, গত আড়াই বছরে ইসফাহান প্রদেশ থেকে ২০টি হস্তশিল্প ক্ষেত্র জাতীয় ভৌগোলিক নিবন্ধন পেয়েছে। ইউনিয়ন এখন এসব কারুশিল্পের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভের প্রচেষ্টা চালাচ্ছে।
সূত্র: তেহরান টাইমস