ইরান ৪০ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইউরোপে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০১৬
তিনটি বিশালকায় জাহাজে ৪০ লাখ ব্যারেল তেল ভর্তি করার পর তা ইউরোপে রফতানি করছে ইরান। দেশটির জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রোকনেদ্দিন জাভেদি এ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কুড়ি লাখ ব্যারেল তেল ফ্রান্সের টোটাল কোম্পানি ও বাকি তেল যাচ্ছে রাশিয়া ও স্পেনে। ইরান থেকে তেল নিয়ে রাশিয়ার লুকওয়েল কোম্পানি তা সরবরাহ করবে রুমানিয়ার রিফাইনারিতে।
ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জানগানেহ বলেছেন, গত সপ্তাহে তার দেশ ইউরোপে প্রতিদিন অন্তত ৩ লাখ ব্যারেল তেল রফতানি করার এক চুক্তি স্বাক্ষর করেছে। ফ্রান্সের টোটাল, স্পেনের চেপসা রিফাইনারি, রাশিয়ার লুকওয়েল তেলের জন্যে এ চুক্তি স্বাক্ষর করে। তেল রফতানিকারক দেশগুলোর মধ্যে ইরান দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ এবং খুব শীঘ্রই দিনে ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করতে যাচ্ছে দেশটি।
সূত্র:ফিনান্সিয়াল ট্রিবিউন