মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘ইরান-সৌদি শক্তিশালী সম্পর্ক গোটা অঞ্চলের স্বার্থ রক্ষা করবে’

পোস্ট হয়েছে: আগস্ট ৩০, ২০২২ 

news-image

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক পুনঃস্থাপন ও শক্তিশালী করা সম্ভব হলে তা গোটা অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। তিনি সোমবার ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

২০১৬ সালের গোড়ার দিকে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কয়েক বছর পর এই দুই দেশের সম্পর্কে জোড়া লাগানার উদ্যোগ নেয় ইরাক। বাগদাদের মধ্যস্থতায় এ পর্যন্ত তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে যদিও এসব বৈঠক থেকে এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল অর্জিত হয়নি।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ঘটনাপ্রবাহে ইরাকের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে বাগদাদ যে ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়।

রায়িসি বলেন, বাগদাদের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদের মধ্যে যে পাঁচ দফা আলোচনা হয়েছে তা ফলপ্রসূ ছিল।এসব আলোচনায় গৃহিত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া সহজতর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পার্সটুডে/