ইরান সেনাবাহিনীর পিনপয়েন্ট লেজার বোমা সিস্টেমের উন্মোচন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী মঙ্গলবার প্রথম পিনপয়েন্ট লেজার বোমা সিস্টেম উন্মোচন করেছে।
ইরানের পশ্চিমে সেনাবাহিনীর স্থল বাহিনী আয়োজিত এক সামরিক মহড়ায় দেশটির সেনাবাহিনীর নতুন এই অর্জন উন্মোচন করা হয়।
এই মহড়ায় প্রথমবারের মতো সেনাবাহিনীর স্থল বাহিনী একটি লেজার বোমা সিস্টেম উন্মোচন করেছে। এটি নির্ভুল লক্ষ্যবস্তু, পিনপয়েন্টিং এবং উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন।
আর্মি গ্রাউন্ড ফোর্সের ইউএভি ইউনিটের কমান্ডার জানান, এটি সকল ধরনের আবহাওয়া এবং ভৌগোলিক পরিস্থিতিতে ব্যবহার করা যায়। সূত্র: মেহর নিউজ